ট্রাম

tram_in_kolkata

কচ্ছপের ভাই। সাইজে বড়। কলকাতায় দিব্যি পাওয়া যায়। মাংস খাওয়া যায় না। চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় না। তবে টিকিট লাগে। একইরকম স্লো বাট স্টেডি। আলিয়া ভাটের ব্রেনের থেকেও স্লো। এমনকি ভেঙ্কটেশ  প্রসাদের ডেলিভারি হয়ে যাওয়া বলও একে দেখে ছ্যা ছ্যা করে। আশুতোষ গোয়ারেকার-এর সিনেমা দেখার জন্য ট্রাম ধরলে দেখা যায় ওই বিশালবপু সিনেমাও শেষ হয়ে গেছে। ইদানিং রাস্তায় এক্সট্রা জ্যাম হচ্ছে বলে ট্রাম থেকে নেমে ক্যালেন্ডারের দুমাস ছিঁড়ে টাইম ডেট ঠিক করে নিতে বলা হচ্ছে। পুরনো হিন্দি ছবিতে দৌড়োতে দৌড়োতে বড় হয়ে যাওয়ার বাংলা অনুবাদ হলে যাস্ট ট্রামে একটা কোলের বাচ্চা ঢুকবে, আর নায়ক হয়ে বেরোবে। আরে নায়ককে ফালতু ছুটিয়ে লাভ আছে। ধ্যুস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *